Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

আসামবস্তী-কাপ্তাই সড়কের লেমুছড়িতে ট্রাক চাপায় নিহত ১

সংগৃহীত
রাঙ্গামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কের লেমুছড়ি এলাকায় পানিবাহী একটি ট্রাক চাপায় নিহত হয়েছেন এক নারী। নিহতের নাম কেনি চাকমা (৩২)।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত কেনি চাকমা অংচিং মারমা চন্দনের স্ত্রী। নিহতের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আসামবস্তী কাপ্তাই সড়কের লেমুছড়ি এলাকায় কেমি চাকমা সড়কের পাশদিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় পানিবাহী একটি ট্রাক আসামবস্তী এলাকা থেকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে বেপরোয়া গতিতে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তখন স্থানীয় এলাকাবাসীরা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উল্লেখ্য, পানিবাহী ট্রাকটি রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি লাইনের কাজে নিয়োজিত ছিলো বলে স্থানীয়রা জানান।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর জানান, ঘটনাস্থল থেকে হাসপাতালে আনার আগেই এই নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানান, আসামবস্তী-কাপ্তাই সড়কে লেমুছড়ি এলাকায় দূর্ঘটনার খবর পাওয়ার পরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এ সময় ট্রাকে থাকা চালক ও হেলপারকে পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত খবর :