Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৫

উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র | স্টার নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার মেঘনা নদী পরিবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের যৌথবাহিনীর অভিযানে থানা থেকে লুট হওয়া অস্ত্র, গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেলসহ পাঁচজন গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত খালিয়ারচর, মধ্যারচর ও কদমির চরসহ বিভিন্ন এলাকা ঘিরে অপরাধীদের বাড়িঘর গুলো চিহ্নিত করে তল্লাশি চালিয়ে আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন, ১০ রাউন্ড গুলিসহ পাচঁ রাউন্ড শটগানের কার্তুজ, আটটি ককটেল, ইলেকট্রিক শক দেয়ার যন্ত্র, নগদ ১০ লাখ ১৫ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃরা হলো মোহাম্মদ স্বপন, পারভেজ, মতিন, জাকির ও রিংকু মিয়া।

এ ব্যাপারে লে. কর্নেল জুবায়ের এক প্রেসব্রিফিংয়ে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চন সামনে রেখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসের জনপদ খ্যাত কালাপাহাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর :