Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

চট্টগ্রামের ৩ আসনে বিএনপির প্রার্থী রদবদল

ছবি: স্টার নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ৩টিতে প্রার্থী রদবদল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-১০ ও চট্টগ্রাম-১১ আসনে এই রদবদল করা হয়েছে।

সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক নিয়ে গঠিত চট্টগ্রাম-৪ আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে এই আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে।

পাহাড়তলি-ডবলমুরিং-হালিশহর এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ আসনের মনোনয়ন দেওয়া দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে বন্দর-পতেঙ্গা এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-১১ আসনে।

এদিকে, চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমানকে। তিনি বিএনপির প্রয়াত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে।

এর আগে গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন, চট্টগ্রাম-১০ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল।

চট্টগ্রাম ১১ আসনটিতে এতদিন প্রার্থী ঘোষণা করা হয়নি।

সম্পর্কিত খবর :