Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

কম্বল বিতরণে জামায়াতকে জড়ানোয় ক্ষোভ, বারহাট্টা উপজেলা জামায়াতের প্রতিবাদ

বারহাট্টা উপজেলা জামায়াতের বিজ্ঞপ্তি | স্টার নিউজ
নেত্রকোণারবারহাট্টাউপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রকাশিত কয়েকটি সংবাদকে ‘ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে দলটি।

সংগঠনটির পক্ষ থেকে সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ জানুয়ারি রাতে সানোয়ার হোসেন নামে জামায়াতের একজন শুভাকাঙ্ক্ষী তার ব্যক্তিগত অর্থায়নে প্রতিবছরের মতো এবারও শীতার্ত ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'তিনি পেশাগত কারণে ময়মনসিংহে বসবাস করলেও মানবিক দায়িত্ববোধ থেকে বারহাট্রা উপজেলার আসমা ইউনিয়নের কিছু অসহায় পরিবারের মধ্যে সহায়তা প্রদান করেন। এই কার্যক্রমের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই'।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, একটি মহল ব্যক্তিগত মানবিক উদ্যোগকে রাজনৈতিক প্রচারণা হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এতে বলা হয়, 'চ্যানেল ৭১, চ্যানেল ২৪ ডিবিসিসহ কিছু গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ওই সংবাদগুলো মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।'

জামায়াত নেতারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, 'ব্যক্তি উদ্যোগে পরিচালিত সামাজিক সহায়তাকে রাজনৈতিক রঙ দিয়ে সংবাদ পরিবেশন অনভিপ্রেত'। তারা সাংবাদিকদের তথ্য যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ প্রকাশ করার আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও ফ্যামিলি কার্ড বিতরণের নামে প্রকাশ্য নির্বাচনী প্রচারণা চালানো হলেও সেসব বিষয়ে গণমাধ্যম নীরব, অথচ একটি মানবিক সহায়তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের সঙ্গে জড়ানো হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বারহাট্টা উপজেলা শাখার সেক্রেটারি মো. আব্দুল বাছির স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, 'জামায়াত সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং শতভাগ নির্বাচনী আচরণবিধি মেনেই কার্যক্রম পরিচালনা করে আসছে'।

এই বিষয়ে কয়েকজন এলাকাবাসী স্টার নিউজকে জানান, সানোয়ার বেশ কয়েকবছর ধরে বিভিন্ন সময় সামাজিক ভাবে গরীব অসহায়দের মাঝে বিভিন্ন সাহায্য সহায়তা করেন উনার এই মহৎ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার জন্য ষড়যন্ত্র করেছে একটি কুচক্রী মহল।

এই বিষয়ে নেত্রকোণা জেলা জামায়াতের নায়েবে আমীরঅধ্যাপক মাওলানা মাহাবুবুর রহমান স্টার নিউজকে বলেন, 'বারহাট্টার আসমা ইউনিয়নের একজন ব্যাক্তি নিজ উদ্যোগে বস্ত্র বিতরণ করেছে এটাকে কেন্দ্র করে স্থানীয় একটি কুচক্রি মহল প্রশাসনকে খবর দেয়। পরবর্তীতে বারহাট্টা উপজেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত তাকে জামায়াতের ট্যাগিং এ জরিমানা করে ও বেশ কিছু মিডিয়াতে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পরে যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'

সম্পর্কিত খবর :