শেরপুর–ময়মনসিংহ সীমান্তে ২৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
গারো পাহাড় সংলগ্ন শেরপুর–ময়মনসিংহ সীমান্ত এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৪ জানুয়ারি) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার চায়নামোড় ও ঝাটাপাড়া এলাকা এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকায় একযোগে অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা।
অভিযানে অভিনব কায়দায় ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ১০৫ বোতল মদ, ৭টি কম্বল এবং ৩৪০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।
জব্দকৃত পণ্য ও মাদকদ্রব্যের আনুমানিক মোট বাজারমূল্য ২৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।