Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

হাতিয়ায় আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৫

সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় চরের আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে আলাউদ্দিন (৪০) সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে।বাকি চারজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে সকাল ১০টার দিকে রক্তক্ষয়ী এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল আলম।

স্থানীয়রা জানান, জাগলার চরের জমি এখন পর্যন্ত সরকার কাউকে বন্দোবস্ত করে দেয়নি। ৫ আগস্টের পর এ সুযোগ কাজে লাগিয়ে জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী জাগলার চরের বেশ কিছু জমি বিক্রি করে দেয়। এরপর সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী জাগলার চরের জমির দখল নিতে মরিয়া হয়ে উঠে। একপর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে কিছু জমি বিক্রি করে। তারপর দুটি গ্রুপ নিজেদের ইচ্ছেমতো আলাদাভাবে চরের জমি বিক্রির চেষ্টা করে। এ নিয়ে দুটি গ্রুপ একাধিকবার বিরোধে জড়ায়।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে চরের জমি দখলকে কেন্দ্র করে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। গুরুতর আহত হন আলাউদ্দিনসহ আরও চারজন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান আলাউদ্দিন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল আলম বলেন, একটি মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পর্কিত খবর :