বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ সদস্য কারাগারে
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫৩ জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা রুজু হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে তাদের আদালতে তোলা হলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আসাদ উদ্দিন মো. আসিফ কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, সোমবার সকালে উখিয়া ৬৪ বিজিবির অধিনস্থ হোয়াইক্যং বিওপির নায়েক ছরওয়ারুল মোস্তফা বাদী হয়ে টেকনাফ থানায় মামলাটি দায়ের করেছেন। পরবর্তীতে এজাহার নামীয় ৫২ জনকে কক্সবাজার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। বাকি একজন গুলিবিদ্ধ হওয়ার কারণে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলায় অভিযুক্তদের বেশিরভাগ কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকানকে ফিরে পাওয়ার যুদ্ধে মিয়ানমারে গিয়েছিলেন। সেখানে গিয়ে আরাকান আর্মির গুলির মুখে হোয়াইক্যং সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে তারা।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, সীমান্ত সংশ্লিষ্ট অবৈধ অনুপ্রবেশ আইনে আটক ৫৩ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে মিয়ানমার থেকে আসা গুলিতে হুজাইফা সুলতানা আফনান নামে বাংলাদেশী কিশোরী গুলিবিদ্ধের ঘটনায় সীমান্তজুড়ে এখনো উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে বিশেষ টহল জোরদারের পাশাপাশি স্থানীয়দের অযাচিতভাবে সীমান্ত সংলগ্ন এলাকায় না যেতে বিজিবির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।