আসন্ন নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল
আসন্ন নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেন, আগামী নির্বাচন এটা পাঁচ বছরের জন্য নয়। কারণ এই নির্বাচনে একটি গণভোট হচ্ছে। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে বিভিন্ন সংস্কার বাস্তবায়িত হবে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে দিনাজপুর গড়ে শহীদ ময়দানে ভোটের গাড়ি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, এই নির্বাচন বাধা ধরা নির্বাচনের মত নয়। আগের প্রতিটি নির্বাচন রাজনৈতিক দলের অধীনে হয়েছে। তবে আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের হচ্ছে। আমাদের কোনো দল নাই। আমরা সবার জন্য সরকার। সরকার হিসেবে আমরা কারও পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নেব না। আপনাদের সবার চেষ্টায় একটি সুন্দর ভোট হবে এবং প্রকৃত যোগ্যরাই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।
উপদেষ্টা তার বক্তব্যে বলেন, সবচেয়ে ক্ষমতাবান জনগণ আর এই ক্ষমতাটাকে জাহির করা দিনই হল ১২ ফেব্রুয়ারি। জুলাই অভ্যুত্থান হয়েছে মানুষ ভোট দিতে পারে নাই এজন্য। এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। নির্বাচনে আপনারা যাকেই নির্বাচিত করবেন; তিনি যে দলের, ধর্মের, বর্ণের বা গোত্রের হোক না কেন তাকেই আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই।
এখানে সংখ্যালঘু ভোটার আছেন, আদিবাসী ভোটার আছেন। তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য জেলা প্রশাসক, পুলিশ পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটের গাড়ি প্রদর্শনী শেষে একটি দেশাত্মবোধক কর্নসাট অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-পরিচালক আব্দুল জলিল, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন।