Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

পে-স্কেলের দাবিতে নেত্রকোণায় প্রতীকী অনশন কর্মসূচি

নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সামনে এ প্রতীকী অনশন কর্মসূচি পালন | ছবি: স্টার নিউজ
নির্ধারিত বেতন কাঠামো বাস্তবায়ন ও পে-কমিশনের রিপোর্ট প্রকাশের দাবিতে নেত্রকোণায় প্রতীকী অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সামনে এ প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর পাঠানো এক স্মারকলিপিতে বলা হয়, বৈষম্যহীন ৯ম পে-স্কেল ও সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ, পে-কমিশনের রিপোর্ট দ্রুত প্রকাশ এবং পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গেজেট প্রকাশের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন সরকারি কর্মচারীরা।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান বাজার পরিস্থিতিতে ১১-২০ গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন-ভাতায় সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সরকার পে-কমিশন গঠন করলেও এখনও কমিশনের রিপোর্ট প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এ প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিতে নেত্রকোণার সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও করপোরেশনভুক্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

সংগঠনের নেতারা জানান, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের লক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতা, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক সহায়তা কামনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব মো. শাহানূর কবীর খোকন, অর্থ সমন্বয় মো. সিরাজুল আলম,মদন উপজেলার প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, নেত্রকোণা জেলা শাখার নেতারা বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এটি কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, বরং দেশের লক্ষাধিক সরকারি কর্মচারীর ন্যায্য অধিকারের প্রশ্ন।’

সম্পর্কিত খবর :