সিরাজগঞ্জ-৪
রফিকুল ইসলাম খানের মনোনয়ন বৈধ ঘোষণা
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।
রবিবার (৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম যাচাই-বাছাই শেষে মনোনয়নটি বৈধ ঘোষণা করেন।
একই আসনে বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন পত্রও বৈধ ঘোষণা করা হয়। আসনটিতে বাতিল হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী ও এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে।