Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

বেগম খালেদা জিয়ার আসনেই স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপি নেতা

সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর উপজেলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনিবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রংপুর বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবংদিনাজপুর পৌরসভায় টানা তিনবারের নির্বাচিত মেয়র ছিলেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে দুইটায় দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকীর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ কচি, সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, মতিবুর রহমান বিপ্লবসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত মঙ্গলবার তাঁর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ারআহমেদ। সেই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আজ মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সৈয়দ জাহাঙ্গীর আলম।

মনোনয়ন পত্র সংগ্রহ শেষে দলের চেয়ারপারসনের সুস্থতা কামনা করে উপস্থিত গণমাধ্যম-কর্মীদের উদ্দেশ্যে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ‘দলের উচ্চ পর্যায় থেকে দিনাজপুর-৩ আসনেআমাকে মনোনয়ন পত্র উত্তোলনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজ মনোনয়ন পত্র উত্তোলন করেছি।

তিনি আরও বলেন, একটি পৌরসভা ও দশটি ইউনিয়ন নিয়ে দিনাজপুর-৩ আসন। আমরা চাই অতীতকে ভুলে গিয়ে আগামী দিনে দিনাজপুর-৩ আসনে উন্নয়নমূলক কাজ করে এই আসনটিতে যেন সুন্দর গ্রাম ও সুন্দর
শহর হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা চাই। আপনাদেরকে বন্ধু হিসেবে, ভাই হিসেবে পাশে চাই। অতীতের ভুলভ্রান্তি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখে ঐক্যবদ্ধ থেকে পথচলার আহবান জানান তিনি।

চেয়ারপারসনের আসনে কেন মনোনয়ন পত্র তুললেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলীয় চেইন অব কমান্ডের বাইরে আমরা কিছু বলতে পারিনা।’

দলীয় সূত্র জানায়, সৈয়দ জাহাঙ্গীর আলম ইতোপূর্বে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে তিনি প্রথমবারের মত দিনাজপুর
পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। এরপর টানা দুইবার নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেছিলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনীত প্রার্থী হয়েছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম। পরে মেয়র
পদে থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, আদালতের এমন আদেশে তাঁর প্রার্থিতা বাতিল হয়ে যায়।

উল্লেখ্য, দিনাজপুর-৩ আসন থেকে প্রথমবারের মত নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে ১৯৯৬ ও ২০০১ সালে সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে
প্রার্থিতা করে জয় পেয়েছিলেন বেগম খালেদা জিয়ার বোন প্রয়াত খুরশিদ জাহান হক।

সম্পর্কিত খবর :