Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

কোটি টাকার চিংড়ি মাছের রেণু ফেলে পালালো চোরাকারবারিরা

ভারতে পাচারকালে কোটি টাকার চিংড়ি মাছের রেণু পোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির অভিযান টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত রেনু পোনার মূল্য এক কোটি ২০ হাজার টাকা।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মীর আলী এজাজ। তিনি জানান, সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মঙ্গলবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় অভিযান চালায়।

অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা মাছের ট্রাক ফেলে পালিয়ে যায়। এ সময় ট্রাক তল্লাশি করে এক কোটি ২০ হাজার টাকা মূল্যের চিংড়ি মাছের রেণু পোনা জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত রেণু পোনা কাস্টমসে জমা করা হয়।

সম্পর্কিত খবর :