প্রাক্তন স্ত্রীকে প্রকাশ্যে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
নাটোরের লালপুরে রেললাইনের পাশে প্রকাশ্যে প্রাক্তন স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে রবিন হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের নামতাম্মী আক্তার। রবিন তার প্রাক্তন স্বামী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে নাটোর-আব্দুল্লাপুর রেলপথের শোভদিদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাম্মী আক্তার উপজেলার নাবীর পাড়া গ্রামের বাসিন্দা এবং আটক রবিন হোসেনউপজেলার চন্ডিগাছা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিন হোসেন ও তাম্মী আক্তার প্রেম করে প্রায় এক বছর আগে গোপনে বিয়ে করেন। পরবর্তীতে বিয়ের বিষয়টি জানাজানি হলে তাদের পরিবার মেনে নেয়নি। একসময় তাদের মধ্যে দাম্পত্যকলহ সৃষ্টি হলে বিবাহ বিচ্ছেদ (ডিভোর্স) হয়। তবে বিচ্ছেদের পর আবারও তাদের মধ্যেভালো সম্পর্ক গড়ে ওঠে।বৃহস্পতিবার বিকেলে রবিন ও তাম্মী বাগাতি পাড়া ইউএনও পার্ক সংলগ্ন বড়াল রেল ব্রিজ এলাকায় ঘুরতে গেলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রবিন হোসেন ধারালো ছুরি দিয়ে তাম্মী আক্তারের গলায় আঘাতকরেন। এতে ঘটনাস্থলেই মারা যান তাম্মী।তখন স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকেই অভিযুক্ত রবিনকে আটক করেন। এরপর তাকে লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় নিহতের বাবা জিল্লুর রহমান বাদী হয়ে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটিহত্যা মামলা দায়ের করেছেন।
স্টার নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।