Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে চাঁদপুর ও বরিশালগামী দুটি লঞ্চের মধ্যে সংষর্ষ হয়েছে। এছাড়া ঝালকাঠিগামী এডভেঞ্চার-৯ লঞ্চের সাথে চাঁদপুর থেকে ঢাকাগামী জাকির-সম্রাট লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এতে ৪ জন নিহত হয়েছেন।

ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এম খান-৭ লঞ্চ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

লঞ্চের সুপারভাইজার শাহাদাৎ হোসেন জানিয়েছে, এম খান-৭ লঞ্চটি প্রায় ৩০০ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালে আসছিল। পথিমধ্যে রাত ১২টার দিকে চাঁদপুরের মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় চাদপুর থেকে ঢাকাগামী ঈগল-৪ যাত্রীবাহী লঞ্চটি এমখান লঞ্চের পাজরে ধাক্কা দেয়। এতে লঞ্চের ট্যক্সিন, ওসারুপের পাইপ ক্ষতিগ্রস্থ হয়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

ঘটনার পর এম খান-৭ লঞ্চটি যাত্রী নিয়ে বরিশাল নদীবন্দরে নোঙ্গর করেছে। লঞ্চটি মেরামতের কাজ চলছে।

লঞ্চের কেরানী অমিত জানান, লঞ্চটি বর্তমানে বরিশাল নদীবন্দরে নোঙর করে রাখা হয়েছে। লঞ্চটির মেরামতের কাজ চলছে। অন্য লঞ্চ ঈগলের কতটুকু ক্ষতি হয়েছে তা জানা নেই।

বরিশাল নৌ পুলিশের ওসি অসিম কুমার সিকদার বলেন, ‘মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় হতাহতের খবর পেয়েছি। বর্তমানে আমরা সার্কেল এসপি স্যারের সঙ্গে দুর্ঘটনা কবলিত এডভেঞ্চার লঞ্চ পরিদর্শনে ঝালকাঠিতে রয়েছি।’

এদিকে বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দর কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

সম্পর্কিত খবর :