মৃত্যুজনিত কারণে খালেদা জিয়ার মনোনয়নপত্র কার্যক্রম সমাপ্ত
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানসহ জেলার ৭টি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ১২ জনের বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। এছাড়া, মৃত্যুজনিত কারণে বগুড়া -৭ আসনে বিএনপির প্রার্থী দলের সদ্য প্রয়াতচেয়ারপারসনবেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বিষয়ক কার্যক্রম সমাপ্ত করেছেন রিটার্নিং অফিসার।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে দুই দিনব্যাপী ৭টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান একথা বলেন।
জানা গেছে, বগুড়ার ৭টি আসনে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে হলফনামায় ত্রুটি, সম্পদ বিবরণী দাখিল না করাসহ বিভিন্ন কারণে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরিফুল ইসলাম জিন্নাহসহ এলডিপি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাসদ, স্বতন্ত্র মিলে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। মৃত্যুজনিত কারণে বগুড়া -৭ আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বিষয় কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।