ফেনীতে স্কুল থেকে শিশু নিখোঁজ, ৩ দিনেও মেলেনি সন্ধান
ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নিখোঁজ হয় চার বছর বয়সী আজিমুল ইসলাম আরাফ। ৭২ ঘণ্টায়ও তার সন্ধান মেলেনি।
নিখোঁজ আরাফ ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিবি আয়েশার ছেলে।
গত রোববার (৪ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে শিশুটি নিখোঁজ হয়। ঘটনার পর থেকে পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করলেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শিশুটির সন্ধান পেলে নিকটস্থ থানা বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।