সন্তানকে নিয়ে ইছামতী খালে মায়ের ঝাঁপ, মেয়ের মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে মেয়েকে নিয়ে ইছামতী খালে ঝাঁপ দিয়ে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আট বছরের মেয়ে রাইসার মৃত্যু হলেও বেঁচে গেছেন তার মা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, খালে ঝাঁপ দেওয়া ওই মায়ের বাপের বাড়ি উপজেলার চাতরী এলাকায়। তার স্বামী প্রবাসে থাকেন।
স্থানীয়রা জানান, আনোয়ারা সদর এলাকার খাদ্যগুদামের পাশে ইছামতী খালে ঝাপ দেন মা ও মেয়ে। পথচারীরা মা-মেয়েকে খালের পানিতে ভাসতে দেখে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মা-মেয়েকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মেয়ে রাইসাকে মৃত ঘোষণা করেন।