Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

দিনাজপুরে এসপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার দুই আসামি | ছবি: স্টার নিউজ
দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসার নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর ও ময়মনসিংহ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।

গ্রেপ্তাররা হলেন, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রয়েরবাড়ি চরহোসেনপুর গ্রামের ইদ্রিস খন্দকারের ছেলে জুনাইদ খন্দকার (২৪) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এরশাদ আলীর ছেলে মো. হিমেল (২২)।

প্রতারক চক্রটি দিনাজপুরের চিরিরবন্দরের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ীর কাছে নিজেদের পুলিশ সুপার পরিচয় দিয়ে যোগাযোগ করে। নির্বাচনকালীন সময়ে পুলিশ বক্স স্থাপনের মিথ্যা আশ্বাস দিয়ে তারা বিকাশের মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর ও ময়মনসিংহ থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন জানান, এই চক্র শুধু দিনাজপুর নয়, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তারা সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদেরও টার্গেট করে।

গ্রেপ্তারদের দেয়া তথ্য অনুযায়ী চক্রের অন্যান্য সহযোগী ও নেতৃত্বদানকারীদের শনাক্ত করা হয়েছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

সম্পর্কিত খবর :