Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশ ইন, নারী-শিশুসহ আটক ২০

চাঁপাইনাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে তিনজন পুরুষ, সাতজন নারী ও ১০ জন শিশুকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে বিজিবি।

আজ বুধবার (১৮ জুন) ভোর ৪টা ৪৫ মিনিটে শিবগঞ্জের মাসুদপুর বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)–এর আওতাধীন সীমান্ত পিলার ৪/৫–১এস সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

বিজিবি সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির মধ্যে পুশ ইনকৃত ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

সম্পর্কিত খবর :