Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির সংবাদ সম্মেলন | ছবি: স্টার নিউজ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অভিযানে অবৈধ দুটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজমতপুর বিওপির একটি টহল দল শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন এসব অস্ত্র উদ্ধার করে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর :