শেরপুর-১: বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার করলো বিএনপি
শেরপুর-১ (সদর) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী কার্যক্রম পরিচালনার অভিযোগে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার কারণে মো. শফিকুল ইসলাম মাসুদকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘদিন ধরে শেরপুর-১ আসনে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে বিএনপি এ আসনে দলীয় প্রার্থী হিসেবে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে মনোনয়ন দিয়েছে। এরপরও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
এ বিষয়ে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে বহিষ্কার সংক্রান্ত চিঠি ইতোমধ্যে আমরা দেখেছি। দলটির অফিসিয়াল ফেসবুক পেজেও বিষয়টি প্রকাশ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, শফিকুল ইসলাম মাসুদ জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি ছিলেন এবং সর্বশেষ তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।