Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

সুন্দরবনে দস্যুনেতা আটক, অস্ত্র উদ্ধার

দস্যু বাহিনীর প্রধান মাসুম মৃধা | স্টার নিউজ
সুন্দরবনে পর্যটক অপহরণকারী দস্যু বাহিনীর প্রধান মাসুম মৃধাকে(২৩) বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করেছে কোস্টকার্ড। বুধবার (৭ জানুয়ারি) রাতে খুলনার তেরোখাদা উপজেলার ধানখালী এলাকায় অভিযান চালিয়ে রাঙ্গা বাহিনীর প্রধান এই দস্যুকে আটক করা হয়।

পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী, সুন্দরবনের গাজী ফিশারিজ এলাকায় তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপগান, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১ টি চাইনিজ কুড়াল, ২ টি দেশীয় কুড়াল, ১টি দা, ১টি স্টিল পাইপ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া জিম্মি পর্যটকদের ৫টি মোবাইল ফোন এবং ১টি হাতঘড়িও উদ্ধার করা হয়।

আটক দস্যু ও জব্দ অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়, কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।
এই নিয়ে সুন্দরবনে পর্যটক অপহরণের ঘটনায় ৯ জনকে আটক করলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে আটক হওয়া দস্যুরা হলেন, ডাকাত মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদার (৪৩), মো. সালাম বক্স (২৪), আলম মাতব্বর (৩৮), মো. ইফাজ ফকির (২৫), মোছা মৃধা (৫৫), মো. মহারাজ হাওলাদার (২৫), দস্যু মাসুমের মা জয়নবী বিবি (৫৫) এবং বিকাশ এজেন্ট অয়ন কুন্ডু (৩০)। তাদের সবার বাড়ি খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

এর আগে গেল শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে সুন্দরবনের গোলকানন রিসোর্টের কানুরখাল সংলগ্ন এলাকায় ভ্রমণকালে ৫ জন পর্যটক, ১ জন মাঝি এবং রিসোর্ট মালিকসহ ৭ জন ব্যক্তিকে ডাকাত মাসুম মৃধার নেতৃত্বাধীন রাঙ্গা বাহিনী। ডাকাত দল ৩ জন পর্যটক ও মাঝিকে মুক্তি দিলেও ২ জন পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে জিম্মি অবস্থায় সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং ৪০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

পরবর্তীতে শনিবার ও রোববার দুই দিনের অভিযানে, ডাকাত কুদ্দুস হাওলাদার (৪৩), মো. সালাম বক্স (২৪), মেহেদী হাসান (১৯), মো. ইফাজ ফকির (২৫) ও মোছা দৃধা (৫৫), মো. মহারাজ হাওলাদারকে(২৫) সুন্দরবনের গোলকানন রিসোর্ট সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে এবং কৈলাশগঞ্জ এলাকা থেকে ডাকাত সহযোগী আলম মাতব্বরকে(৩৮) আটক করা হয়। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে মুক্তিপণের টাকা উত্তোলনকালে ডাকাত মাসুমের মা জয়নবী বিবি (৫৫) ও বিকাশ ব্যবসায়ী অয়ন কুন্ডুকে(৩০) নগদ ৮১ হাজার ৪০০ টাকাসহ আটক করা হয়। এরপর সেদিন রাতে বনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা থেকে ড্রোন সার্ভিলেন্সের মাধ্যমে জিম্মি ২ জন পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডর আবরার হাসান বলেন, 'সুন্দরবনে পর্যটক অপহরণের ঘটনাটি খুবই গুরুত্বের সাথে দেখেছে কোস্টগার্ড। যৌথ বাহিনীর অভিযানে আমরা ৮ জনকে আটক করি। সবশেষ গতরাতে অভিযান চালিয়ে দস্যু প্রধান মাসুম মৃধাকে আটক করা হয়েছে। তার সংরক্ষণে থাকা পর্যটকদের মুঠাফোন ও হাতঘড়ি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, 'সুন্দরবনে পর্যটকদের নিরাপত্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া উপকূলীয় অঞ্চলের মানুষের জান-মাল রক্ষায় কোস্টগার্ড কাজ করছে'। গেল এক বছরে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৪৯ জন ডাকাতকে আটক ও ৫২ জন জিম্মিকে উদ্ধার করেছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।

সম্পর্কিত খবর :