সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু: পরিবারের দাবি হত্যা
চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় সোমবার অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানে নামে যৌথ বাহিনী। এ সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয় জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে। পরে সেনা হেফাজতে তার মৃত্যু হয়।
শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর পর মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবরুদ্ধ করে রাখেন বিএনপির নেতাকর্মীরা। রাতেই বিএনপি নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তাল হয়ে ওঠে জীবননগর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত জড়িতদের শাস্তির দাবিতে হাসপাতাল ঘেরাও, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় হত্যার বিচারের দাবি করেন তারা। নিহতের পরিবার ও বিএনপি নেতাকর্মীদের দাবি, আটকের পর নির্মম নির্যাতনের কারণে ডাবলুর মৃত্যু হয়েছে।
নিহত শামসুজ্জামানের স্ত্রী জেসমিন নাহার বলেন, ‘আমার স্বামী অসুস্থ ছিলেন না। তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।’
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তাদের আশ্বাসে আজ দুপুরে অবরোধ তুলে নেন নেতাকর্মীরা। পরে স্বাভাবিক হয় যান চলাচল। পরে নিহত বিএনপি নেতার মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে যদি কেউ জড়িত থাকে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। আমি দায়িত্ব নিচ্ছি। মরদেহ ময়না তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, শামসুজ্জামান অসুস্থ হয়ে মারা গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, গত ১২ জানুয়ারি আনুমানিক রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলুকে (৫০) আটক করা হয়। পরবর্তীতে, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে টহল দল ওই ফার্মেসিতে তল্লাশি চালায়। এ সময় একটি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিএনপি নেতা শামসুজ্জামানের মৃত্যুতে শোক বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচারবহির্ভূতভাবে শামসুজ্জামান ডাবলুকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা বলেও শোক বিবৃতিতে উল্লেখ করা হয়।