Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, বড় মেয়েকেও হারালেন বিএনপি নেতা

সংগৃহীত

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ হয়ে তার ছোট মেয়ে আয়েশা আক্তার বিনতির (৮) পর এবার মারা গেলেন বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭)। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল ।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ৬ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

এর আগে গত ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে বেলালের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে ছাই হয়ে যায় আসবাবপত্রসহ বসতঘর। সেখানে আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যায় বেলালের ছোট মেয়ে আয়েশা।

আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয় বেলালের বড় মেয়ে স্মৃতি, মেঝো মেয়ে সায়মা আক্তার বিথি (১৪)।

বেলালসহ তার বড় মেয়ে স্মৃতি,মেঝো মেয়ে সায়মা আক্তার বিথি (১৪) দগ্ধ হয়। এরমধ্যে, স্মৃতি ৯০ শতাংশ, বিথি ২ শতাংশ দগ্ধ হয়। বিথিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হলে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তির পরদিনই ছাড় দেওয়া হয়। তবে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন বড় মেয়ে স্মৃতি। তবে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনিও।

বেলাল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, "যারা আমার দুই মেয়েকে পুড়িয়ে হত্যা করেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, "ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিও মারা গেছেন ৷ নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনাটির তদন্ত চলছে।"

সম্পর্কিত খবর :