Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

পৌঁষের শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, মাঝারি শৈত্যপ্রবাহ শুরু

স্টার নিউজ
পৌঁষের শীতে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রির ঘরে। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত এখানকার জনজীবন। খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছেন না কেউ। শীতে দুর্ভোগে পড়েছে খেটে-খাওয়া ছিন্নমূল মানুষ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও উত্তাপ ছড়াচ্ছে না। কৃষি কাজেও প্রভাব পড়ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানিয়েছেন, আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমে আসায় বেশি শীত অনুভূত হচ্ছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৯৬ ভাগ। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সম্পর্কিত খবর :