বান্দরবানে অবৈধ গ্যাস মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা
বান্দরবান পৌর শহরে বনরুপা এলাকায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুতের দুটি গুদামে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সালেহ মো: আরমান ভূইয়া।
এসময় গোপনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগে অহি এন্টারপ্রাইজ ও নুর জাহান এন্টারপ্রাইজের মালিক মাহাবুবকে ২০ হাজার জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গুদাম থেকে উদ্ধার করা হয় ১৬টি এলপি গ্যাস সিলিন্ডার। অভিযান শেষে জব্দ করা সিলিন্ডারগুলো সরকারি নির্ধারিত মূল্যে তাৎক্ষনিক এলাকার বাসিন্দাদের মাঝে বিক্রি করে দেয়া হয়।
বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সালেহ মো. আরমান ভূইয়া জানান, একটি চক্র বনরূপা এলাকায় অবৈধভাবে গ্যাস মজুত করে রেখেছে গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় গুদামে মজুত করে রাখা বেশ কিছু গ্যাস সিলিন্ডার উদ্ধারের পাশাপাশি মাহাবুব নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন,'বান্দরবানে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে'।