বুড়ি তিস্তায় রিজার্ভার নির্মাণের প্রতিবাদে মশাল মিছিল
নীলফামারীর বুড়ি তিস্তা নদীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রিজার্ভার নির্মাণের প্রতিবাদে এবং কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে হাজার হাজার কৃষক মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ডিমলা উপজেলার বুড়ি তিস্তা নদী তীরবর্তী এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে নীলফামারীর জলঢাকা ও ডিমলা উপজেলার পাঁচটি মৌজার পাঁচ থেকে ছয় হাজার কৃষক অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মশাল জ্বালিয়ে নদীপাড় ঘিরে বিক্ষোভকারীরা পাউবোর বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং রিজার্ভার খননের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
স্থানীয় কৃষকদের অভিযোগ, তাদের ব্যক্তি মালিকানাধীন তিন ফসলি আবাদি জমি খুঁড়ে বুড়ি তিস্তা নদীতে রিজার্ভার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা বাস্তবায়িত হলে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে।
তারা জানান, গত কয়েক মাস ধরে এই খনন প্রকল্পকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসব ঘটনার পর পাউবোর পক্ষ থেকে প্রায় ৭০০ কৃষকের নামে মোট ১২টি মামলা করা হয়েছে।
বিক্ষোভকারীরা এসব মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
পাউবো সূত্রে জানা গেছে, মোট ১ হাজার ২১৭ একর জমিতে জলাধার খননের কথা রয়েছে। প্রথম ধাপে পাঁচটি প্যাকেজে ৬৬৭ একর জমিতে খননকাজ করার পরিকল্পনা নেওয়া হয়। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৯৯ কোটি টাকা।
এ বিষয়ে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, পাউেবোর অধিগ্রহণ করা জমিতে রিজার্ভার খননের প্রকল্প নিয়েছে সরকার। যারা সরকারি কাজে বাধা দিয়েছে তাদের নামে মামলা করা হয়েছে।