মাছ ধরতে গিয়ে কলেজ পুকুরে মিলল ককটেলভর্তি ব্যাগ
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুর থেকে ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সদস্যরা উপস্থিত হন। পাশাপাশি বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে আসেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে ওই পুকুর থেকে জালে উঠে আসা ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় জেলে জাহাঙ্গীর জানান, তারা তিনজন শুক্রবার সকালে মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুরে জাল টেনে মাছ ধরার জন্য নামেন। এ সময় জালে একটি ব্যাগ উঠে আসে। পরে তারা ব্যাগে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ, পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের সদস্য ও ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন সদস্যরা ঘটনাস্থলে আসেন। এছাড়াও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে আসেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাস্মদ নাসির আহমদ স্টার নিউজকে বলেন, ‘ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বোম ডিসপোজাল ইউনিটে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের কয়েকটি টিম তদন্তে নেমেছে।’