Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় সবজি বিক্রেতা নিহত

সংগৃহীত
ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বিমল বিশ্বাস (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় ছিলেন একজন সবজি বিক্রেতা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ পৌর শহরের পবহাটি সিটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিমল বিশ্বাস পবহাটি সিটি মোড় এলাকার অনিল বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবজির দোকান বন্ধ করে রাত সাড়ে ১০ টার দিকে পবহাটি সিটি মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন বিমল বিশ্বাস। এ সময় বাস টার্মিনাল এলাকা থেকে আরাপপুরগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। তখন স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: রাজীব চক্রবর্তী জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত খবর :