Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

গাজীপুরে বকেয়া বেতন দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতন দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ | ছবি: স্টার নিউজ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

রোববার (৪ জানুয়ারি) সকালে সফিপুর এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সফিপুর এলাকায় মাহমুদ ডেনিমস কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে বেতন পরিশোধ না করায় সকাল থেকে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান শুরু করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে মসাসড়ক অবরোধ করেন।

পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় ৪০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আহাম্মেদ জানান, কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত খবর :