গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই: মির্জা ফখরুল
গণভোটে 'না' দেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল, জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। তারেক রহমানের আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে গণদোয়ার আয়োজন করবে বিএনপি।’
তারেক রহমানের ঠাকুরগাঁও সফর প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, ‘এটি মূলত একটি শুভেচ্ছা সফর। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের কবর জিয়ারত করতে তারেক রহমান এখানে আসবেন।’
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঠাকুরগাঁওয়ের বড় মাঠে আয়োজিত ‘গণদোয়া’ অনুষ্ঠানে তিনি অংশ নেবেন।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ঢাকায় ফেরার পর যেভাবে লাখ লাখ মানুষ তাকে সংবর্ধনা দিয়েছে, মফস্বলেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বড় মাঠে বিশাল মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, এই গণদোয়া অনুষ্ঠানে প্রায় এক লাখ মানুষের সমাগম হবে।
ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’