নির্ধারিত সময়ের আগেই ব্যালটের জন্য কাগজ সরবরাহ করেছে কেপিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটের জন্য রঙিন (সবুজ, গোলাপি, এজুরলেইড) ও বাদামি সালফেট ৯১৪ মেট্রিকটন কাগজ নির্দিষ্ট সময়ের আগে ইসিকে সরবরাহ করেছে কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম)।
রোববার (১১ জানুয়ারি) এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানিয়েছেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ।
তিনি বলেন, ‘চাহিদাপত্রের বিপরীতে নির্দিষ্ট সময়ের আগেই নির্বাচন কমিশনকে ব্যালট পেপারের জন্য কেপিএম কর্তৃপক্ষ এই কাগজ সরবরাহ করেছে। যা আগামী ১৫ জানুয়ারির মধ্যে সরবরাহ করার কথা থাকলেও ১১ জানুয়ারির মধ্যে পর্যায়ক্রমে এই কাগজ বাংলাদেশ ষ্টেশনারি অফিসের (বিএসও) কাছে সরবরাহ করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭ শত ৮১ টাকা।’
তিনি আরও বলেন, ‘২০২৫-২০২৬ অর্থ বছরে সাড়ে তিন হাজার মেট্রিকটন কাগজ উৎপাদনের লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। নির্বাচন কমিশন ছাড়াও বিএসও এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ ১১টি প্রতিষ্ঠানে আরও ১২০০ মেট্রিকটন কাগজ পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।’