গোপালগঞ্জ–২: সাবেক বিএনপি সভাপতির মনোনয়নপত্র বৈধ ঘোষণা
গোপালগঞ্জ–২ (গোপালগঞ্জ ও কাশিয়ানী উপজেলার একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিগত তিনবারের সংসদ সদস্য প্রার্থী এম সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থী নিজেই।
এর আগে গত ৩ জানুয়ারি সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ওয়ান পার্সেন্ট ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
তবে রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম সিরাজুল ইসলাম সিরাজ নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আজ বুধবার তার মনোনয়নপত্র পুনরায় যাচাই করে শুনানি গ্রহণ করে। শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছেন, এতে আমি আরও উজ্জীবিত হয়েছি। জেলা রিটার্নিং কর্মকর্তা যে কারণ দেখিয়ে আমার মনোনয়ন বাতিল করেছিলেন, নির্বাচন কমিশন সেই বিষয়গুলোর বৈধতা দিয়েছে। আমি জনগণের ওপর বিশ্বাসী এবং জনগণের কাছে গ্রহণযোগ্য একজন প্রার্থী।’
তিনি আরও বলেন, ‘আমি আশাবাদী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে বিপুল ভোটে জয়লাভ করতে পারবো।’
উল্লেখ্য, সিরাজুল ইসলাম সিরাজ দীর্ঘদিন ধরে গোপালগঞ্জের রাজনীতিতে সক্রিয়। তিনি এর আগে তিনবার সংসদ নির্বাচনে প্রার্থী হন। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে গোপালগঞ্জ–২ আসনের নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জোরালো হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।