Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

কুয়াশার কারণে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ

ছবি: স্টার নিউজ
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলত‌দিয়া ও মানিকগঞ্জের পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন বিআইড‌ব্লিউ‌টি‌সির দৌলত‌দিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউ‌দ্দিন।

ফে‌রি চলাচল বন্ধ থাকায় পারের জন্য আসা যানবাহন‌কে পদ্মা সেতুসহ বিকল্প পথে গন্তব্যে যাওয়ার পরামর্শ দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

মো. সালাহউ‌দ্দিন বলেন, সন্ধ্যা থেকে কুয়াশা পড়‌তে থা‌কে। রাত ৯টার পর নদীপথ অস্পষ্ট হ‌য়ে যায়। ফলে ফে‌রি চলাচল কর‌তে পারছিল না। এ কারণে দুর্ঘটনা এড়া‌তে সাড়ে ৯টা থেকে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে আবারও ফে‌রি চলাচল শুরু হবে।

অপর প্রশ্নের জবা‌রে মো. সালাহউ‌দ্দিন বলেন, কুয়াশা ভেদ ক‌রে ফে‌রি চলাচল করবে সেই ব্যবস্থা আমা‌দের নেই। ফলে কুয়াশা কেটে যাওয়া পর্যন্ত আমা‌দের অপেক্ষা কর‌তে হবে। পারের জন্য ঘাট এলাকায় আসা যানবাহনগু‌লো‌কে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার জন্য বলা হ‌য়ে‌ছে।

সম্পর্কিত খবর :