গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিখোঁজের দুই দিন পর সিনথিয়া খানম মিষ্টি (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের একটি বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিনথিয়া ফুকরা ইউনিয়নের পাংখারচর গ্রামের লিটন শেখের মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি শিশুটি। পরে পরিবারের সদস্যরা আশপাশের এলাকাসহ আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
এ ঘটনায় পরদিন সোমবার (৫ জানুয়ারি) সকালে শিশুটির মা সাপিয়া বেগম কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা তারাইল গ্রামের একটি বাগানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও হত্যার ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।