কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়ন নিলেন আসিফ মাহমুদ
ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে কুমিল্লা-৩ (মুরাদনগর) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি মুরাদনগর উপজেলায়।
কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামের একজন এনসিপি কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে ২৪ ডিসেম্বর বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করলেও বিষয়টি প্রকাশ্যে আসে শনিবার। তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান।
তিনি জানান, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষে কর্মী সমর্থকরা মনোনয়ন ফরম কিনেছেন। তবে তিনি নিজে উপস্থিত না থাকায় বিষয়টি সেভাবে প্রকাশ হয়নি।
এদিকে মনোনয়নপত্রে রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ করা আছে।
এ সময় তিনি জানান, শনিবার দুপুর পর্যন্ত জেলার ১১টি আসনের ১০৬জন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপিতে সর্বাধিক ২৭টি। এ ছাড়া জামায়াত ১১টি ও স্বতন্ত্র ২১টিসহ অন্যান্য দল রয়েছে।