Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক ‘জুলাইযোদ্ধা’ যোগ দিলেন ছাত্রদলে

শতাধিক জুলাইযোদ্ধাকে ফুল দিয়ে বরণ করে খালেদ হোসেন মাহবুব | ছবি: স্টার নিউজ
ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানেঅংশগ্রহণ করা শতাধিক শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিয়েছেন। ফুল দিয়ে তাদের বরণ করে নেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে ও সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় বিএনপির নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামল জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নিয়ে বলেন, ‘ছাত্ররা যদি না এগোত, তাহলে এই জুলাই গণঅভ্যুত্থান হতো না। এই ফ্যাসিস্ট সরকারেরও পতন হতো না। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে হবে।’

খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘এই অভ্যুত্থান পাওয়া ও জয়লাভ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। ২০২৪ সালের জুলাইয়ে তোমরা যারা ব্রাহ্মণবাড়িয়ায় যুদ্ধ করে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছ, তোমাদের নেতৃত্ব শুধু শহরে সীমাবদ্ধ ছিল না, সারা দেশে ছড়িয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘ছাত্ররা যদি না এগোত, তাহলে এই জুলাই গণঅভ্যুত্থান হতো না। এই ফ্যাসিস্ট সরকারেরও পতন হতো না। তারা সাহসিকতার পরিচয় দিয়েছে। ছাত্ররা নেতৃত্বে এগিয়ে এসেছিল, পরবর্তীতে ফ্যাসিস্টবিরোধী যত শক্তি আছে সবাই নেপথ্য থেকে ছাত্রদের সহায়তা করেছে। ছাত্রদলের নেতারাও নেপথ্য থেকে অনুপ্রেরণা যুগিয়েছে ও সহায়তা করেছে।’

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান, সাবেক সহসভাপতি মোকাররম হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই গণ-অভ্যুত্থানে জেলায় বৈষম্যবিরোধী ছাত্রদের সংগঠক মোহাইমিনুল আজবীন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আশীষ ভৌমিক ও তন্নী আক্তার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম উদ্দিন, ছাত্র সংগঠক সৈয়দ মোহাম্মদ আলী প্রমুখ।

বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষার্থীরা আন্দোলনের স্মৃতিচারণ করে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান কারও একার বা নির্দিষ্ট কোনো দলের ব্যক্তিগত সম্পদ নয়। একটি দল সেটিকে নিজের সম্পদ বলে প্রচার করছে। আমরা কাউকে জুলাই গণঅভ্যুত্থান বিক্রি করতে দেব না। জুলাইকে আপনারা নিতে পারবেন না। জুলাই আমাদের সবার, বাংলাদেশের।’

সম্পর্কিত খবর :