Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি | সংগৃহীত
যশোর পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জানুয়াড়ী) সন্ধ্যা সাতটার দিকে শংকরপুর ইসহক সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা মাথায় গুলি করে পালিয়ে যায়। এরপর ৭টা ২০ মিনিটে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিচিত্রা মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, 'দুর্বৃত্তের গুলিতে পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন নিহত হয়েছেন। খবর পেয়ে নেতাকর্মীরা হাসপাতালে ছুটে এসেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতরা এখনও শনাক্ত হয়নি'।

রাত ৮টার দিকে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত এখনও জানতে পারিনি। খোঁজ নিয়ে জানাচ্ছি'।

সম্পর্কিত খবর :