কুড়িগ্রামে বাস–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী মোঃ জাহাঙ্গীর আলম অপু(৩০) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে ভূরুঙ্গামারী থানাধীন আন্ধারীঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।
নিহত ফারুক আহমেদ ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হারুন অর রশিদের ছেলে। আহত জাহাঙ্গীর আলম অপু ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক আহমেদ মোটরসাইকেল-যোগে পাথরডুবি থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী ‘পাভেল এক্সপ্রেস’ নামের একটিযাত্রীবাহী বাস আন্ধারীঝাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেল চালক ফারুক আহমেদ ও তার সহযাত্রী জাহাঙ্গীর আলম অপু গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতচিকিৎসক ফারুক আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত অপুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।দুর্ঘটনার পর বাস ও দুর্ঘটনা-কবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানায়, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ফারুক আহমেদের মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।