Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

সংগৃহীত

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিচতলার স্টোর রুমে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

শনিবার(২০ ডিসেম্বর)ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে ঘটনা ঘটেছে বলে জানা যায়। আগুনের ধোঁয়া স্থানীয়দের নজরে এলে নির্বাচন অফিসের নাইট গার্ড স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান সদর উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ জানান ,আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড়ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্টোর রুমের পেছনের জানালার পাশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে

ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,"অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।"

সম্পর্কিত খবর :