মাহেন্দ্র-অটোরিকশার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র গাড়ি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঋষি মজুমদার (৩ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ আরও ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া–কোটালিপাড়া সড়কের জোয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ঋষি মজুমদার জোয়ারিয়া গ্রামের রায়মোহন মজুমদারের ছেলে। সে মাহেন্দ্র গাড়ির যাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একটি মাহেন্দ্র কোটালিপাড়ার মাছবাড়ি থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিল। মাহেন্দ্রটি জোয়ারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র ও ইজিবাইকে থাকা মোট সাত যাত্রী আহত হন।’
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন মাস বয়সী শিশু ঋষি মজুমদারকে মৃত ঘোষণা করেন। আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, টুঙ্গিপাড়া–কোটালিপাড়া সড়কে মাহেন্দ্র ও ইজিবাইক বেপরোয়া গতিতে চলাচল করলেও কার্যকর নজরদারি ও গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। ফলে প্রায়ই এই সড়কে দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা দ্রুত এই সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, নিয়মিত মনিটরিং এবং কঠোর ট্রাফিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।