Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

নারায়ণগঞ্জে নৌকা প্রতীকে নির্বাচন করা বিএনপি নেতার বহিষ্কারাদেশ বহাল

স্টার নিউজ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার স্থগিত করা হয়েছে। তিনি নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ভুলবশত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে জানানো হচ্ছে মো. মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ বহাল থাকবে।

এর আগে গত ১ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল। আর এই প্রত্যাহার নিয়ে নারায়ণগঞ্জে অনেক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘মো. মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার স্থগিত করা হয়েছে।’

জানা যায়, ২০১৮ সালে আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমানের পক্ষে প্রচারণার অভিযোগ উঠেছিল মনিরুল আলম সেন্টুর বিরুদ্ধে। তখন তাকে বহিষ্কার করা হয়। এরপর ২০২১ সালে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড মনিরুল আলম সেন্টুকে কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়ন দেয়। তখন নৌকা প্রতীকে নির্বাচন করে তিনি জয়ী হয়েছিলেন।

সম্পর্কিত খবর :