Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

চবির ভর্তি পরীক্ষায় ২ পরীক্ষার্থীর অসদুপায় অবলম্বন, মুচলেকা দিয়ে ছাড়

চবিতে ভর্তি পরীক্ষা | স্টার নিউজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে আটক করে তাদের পরীক্ষা বাতিল করা হয়। পরে প্রক্টর অফিসে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ‘বি-২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন কেন্দ্র এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহীদ হৃদয় তরুয়া ভবনে (নতুন কলা অনুষদ) আজ ' বি–২' উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষায় অংশ নেওয়া দুই শিক্ষার্থীর আসন পাশাপাশি থাকায় পরীক্ষা চলাকালে তারা নিজেদের মধ্যে উত্তরপত্র পরিবর্তন করে একজনের প্রশ্নের উত্তর অন্যজন লিখে দিচ্ছিলেন। বিষয়টি পরীক্ষা পর্যবেক্ষকের নজরে এলে প্রক্টরিয়াল বডিকে জানানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দুই পরীক্ষার্থীকে আটক করে প্রক্টর অফিসে এনে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, 'দুই শিক্ষার্থী প্রশ্নপত্র রদবদল করে লেখার বিষয়টি জানতে পেরে আমরা সেখানে গিয়ে হাজির হই। পরে ওই দুই শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'একইসঙ্গে তাদের উত্তরপত্র বাতিল করা হয়েছে। এছাড়া তারা যেন চবির অন্য আর কোনো ইউনিটে পরীক্ষা দিতে না পারে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে।'

এ বছর 'বি–২' উপ-ইউনিটে ২৮০টি আসনের বিপরীতে আবেদন করেন ৪ হাজার ৮৪৯ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ২৫৮ জন।

সম্পর্কিত খবর :