৯ ডিগ্রিতে নেমেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা, যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে
চুয়াডাঙ্গায় কমছে না শীতের তীব্রতা।ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকাথাকছে চারপাশ। হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নেমেছে ৯ ডিগ্রির ঘরে।উত্তরের হিমেল বাতাসে জনজীবনে দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছেন না কেউ।তবে এ সময়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে-খাওয়া ছিন্নমূল মানুষ। শীতের প্রকোপ বাড়তে থাকায় সদর হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা।বয়স্ক এবং শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে।
এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) চুয়াডাঙ্গার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিলশতকরা ৯৫ ভাগ। এটি এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা আরও কমতে পারে।