Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

মৌলভীবাজার ক্যাবল সিস্টেমসের বার্ষিক সাধারণ সভা ও এক যুগপূর্তি উদযাপন

সাধারণ সভায় বার্ষিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন | স্টার নিউজ
‘এক সিগনাল এক জেলা, এক সাথে পথ চলা’ এই স্লোগান নিয়ে মৌলভীবাজার ক্যাবল সিস্টেমসের এক যুগপূর্তি উদযাপিত হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে মৌলভীবাজার ক্যাবেল সিস্টেমসের সভাপতি হাসান আহমেদ জাবেদের সভাপতিত্ব ও রিপন আহমদ এর সঞ্চালনায় সাধারণ সভায় বার্ষিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় সংগঠনের গত একযুগের অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন ক্যাবল অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সাংগঠনিক সম্পাদক শওকত হাসান খাঁন এলিন, মৌলভীবাজার ক্যাবেল সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক মো. মোছাব্বির আলী মুন্না সহ এমসিএস এর সহযোগী প্রতিষ্ঠানের ক্যাবল ব্যবসায়ীরা।

সভায় সদস্যদের অংশগ্রহণে আগামী দিনের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও ক্যাবল সেবার মানোন্নয়ন ও গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সম্পর্কিত খবর :