Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

উদ্ধার করা অস্ত্র, গুলি ও বোমা | ছবি: স্টার নিউজ
ফরিদপুরের সদরপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি রিভলভার, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও চারটি বোমা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে সদরপুর উপজেলার পুরাতন সাব-রেজিস্টার অফিসের ভেতর থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে উপজেলার পুরাতন সাব-রেজিস্টার অফিসের পরিত্যক্ত বাথরুম থেকে একটি কালো ব্যাগের ভেতরে বোমা সদৃশ বস্তু উদ্ধার করে। একই স্থানে রাখা আরেকটি কাপড়ের পোটলার ভেতর থেকে একটি কাপড়ের ব্যাগে একটি রিভলভার পাওয়া যায়। উদ্ধার করা বোমাগুলো পরীক্ষা করে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট নিশ্চিত করে যে, বোমাগুলো তাজা ও কার্যকর অবস্থায় ছিল। নিরাপত্তার স্বার্থে বোমাগুলো তাৎক্ষণিকভাবে বালতির পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাওন শরীফসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ‘ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। উদ্ধার করা অস্ত্র ও বোমা থানায় হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’

সম্পর্কিত খবর :