রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ২
রাঙ্গামাটিতে কাঠ বোঝাই পিকআপ উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে রাঙ্গামাটি-কাপ্তাই সড়কের মগবান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই শ্রমিক হলেন- সাদেক চাকমা (৪০) ও মিলন চাকমা (৪৭)। তারা মগবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাঠ বহনকারী একটি মিনি পিকআপ ঢালু সড়কে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা তিন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে এলাকাটি জনমানবশূন্য হওয়ায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতেই মধ্যরাত পেরিয়ে যায়। তখন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে, অপর আহত শ্রমিক বিনয় চাকমা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান জানিয়েছেন, রাতে তিন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে দুইজন মৃত এবং একজন আহত। মৃত ব্যক্তিদের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পরপরই পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’