Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

মিয়ানমারে পাচারকালে ৭৭০ বস্তা সিমেন্টসহ আটক ২

সংগৃহীত

​নোয়াখালীর হাতিয়ায় অবৈধভাবে বিপুল পরিমাণে সিমেন্ট মিয়ানমারে পাচারের সময় সিমেন্টসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে হাতিয়ার টাংকির খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হাতিয়ার টাংকির খাল এলাকায় বিপুল পরিমাণ সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি বোটে বোঝাই করা হচ্ছে । এরপর এ তথ্যেরসত্যতা যাচাই করতে শুক্রবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের মাধ্যমে একটি বোট তল্লাশি করে শুল্ক ও কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা৭৭০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লক্ষ ৩৮ হাজার ৯০০ টাকা। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে ঘটনাস্থলেই আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর :