কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে ‘আলীশান’ নামে একটি আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার হয়।
পুলিশ জানায়, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে ভ্রমণের উদ্দেশ্যে ফাহিমা হোটেলটির ১০৫ নম্বর কক্ষ ভাড়া নেন। দীর্ঘদিন সেখানে অবস্থান করেন তারা। তবে লাশ উদ্ধারের সময় আরিফের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তদন্ত করছে পুলিশ।