রাজবাড়ীতে ২ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ শিশু
রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষের সময় ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বুধবার ( ৩১ ডিসেম্বর) রাতে শহরের বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, রাজবাড়ী থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান।
আহত ওই শিশুর নাম সিফাত (১৩)। সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশুর বাবা শফিকুল ইসলাম বলেন, রাতে তারা সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ হট্টগোল ও ভাঙচুরের শব্দ পেয়ে সিফাত উঠে ঘরের বাইরে গিয়ে দাঁড়ায়। এসময় তার পেটে গুলি লাগে। সাথে সাথে তাকে রাজবাড়ী সদর হাসাপাতালে নিয়ে যাই। সেখান থেকে ডাক্তাররা ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
অপর প্রশ্নের জবাবে তিনি বলেন,অন্ধকারে কাউকে চিনতে পারিনি।
রাজবাড়ী থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন,পূর্ব শত্রুতার জেরে দু'পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক শিশু গুলিবিদ্ধ হয়ে ফরিদপুরে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশি অভিযান ও তদন্ত অব্যাহত আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।